ভাষা শহীদদের ব্যতিক্রমভাবে স্মরণ করল জামায়াত

ভাষা শহীদদের ব্যতিক্রমভাবে স্মরণ করল জামায়াত

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দিনটি উপলক্ষে প্রথম প্রহরেই ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করে দলটি।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ইসলামীর নেতাকর্মীরা শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন।

তাদের সঙ্গে হেফাজত ইসলামসহ অন্যান্য ইসলামিক দলের নেতাকর্মীরাও যোগ দেন। মূলত এরপর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের আগে বেদীর সামনে দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত এবং পরে মোনাজাতের মাধ্যমে ভাষা শহীদদের মঙ্গল কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাতের সমাপ্তি করা হয়।

এরপর শুরু হয় ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদের নেতৃত্বে মোনাজাতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার, মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন ও হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আরএ