বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম, হাতের রগ-কবজি বিচ্ছিন্ন

বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম, হাতের রগ-কবজি বিচ্ছিন্ন

পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার করা হচ্ছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত মিরনের নিজ বাসার সামনে অতর্কিত হামলা চালায়। মুমূর্ষু অবস্থায় তাকে স্বজনসহ স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা জরুরি চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল থেকে ঢাকায় পাঠান চিকিৎসকরা। ঘটনার বিবরণে পরিবারের সদস্যরা জানান, মিরন মঙ্গলবার রাতে ঢাকা থেকে কুয়াকাটায় নিজ বাসায় ফিরছিলেন। কুয়াকাটা পৌরসভার তুলাতলী মহাসড়কে নেমে ৫০ গজ দূরে বাসায় যাওয়ার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় মিরন সাহায্যের জন্যে আর্তনাদ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন।

তার চিৎকারে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। মিরনের এক হাতের রগ কেটে দেওয়া হয়েছে। অন্য হাতেও মারাত্মক জখম করা হয়। এছাড়া তার কপালে, মাথায়, পেট ও হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কোপানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন। আসামি শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।