গ্রেপ্তারের পর সাদ্দাম কারাগারে

গ্রেপ্তারের পর সাদ্দাম কারাগারে

দেশে ফিরেই গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৯ জানুয়ারি) সকালে তাকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেবীদ্বার থানার ওসি সামছুদ্দিন ইলিয়াস কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন কুমিল্লা দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দুটি হত্যাসহ চারটি মামলায় এজাহারভুক্ত আসামি।


পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন বাসচালক আবদুর রাজ্জাক ওরফে রুবেল। পেশায় বাসচালক হলেও তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন। এ ছাড়া ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দিন বিকেলে দেবীদ্বার সদরে সাব্বির হোসেন নামের এক তরুণ গুলিবিদ্ধ হন। এ ঘটনার প্রায় ৪০ দিন পর গত ১৪ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। সাব্বির ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় চারটি মামলা হয়েছে।