আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে?

আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে?

নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের তাগাদা ও চলমান আলোচনার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন।

এই ঘোষণার পরেই প্রশ্ন উঠেছে, গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে 'বাধা আছে, কি নেই'—এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব দলের অংশগ্রহণ জরুরি, তবে আইনি ও নৈতিক বাধাগুলোর দিকেও নজর দিতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসময় ক্ষমতাসীন দল হিসেবে ব্যাপক প্রভাব রাখা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত না হলে ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। অন্যদিকে, দেড় বছরের সময়সীমার মধ্যে নতুন রোডম্যাপ কতটা কার্যকর হবে, তা নিয়েও জল্পনা চলছে।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রংপুরে এক অনুষ্ঠানে মি. মজুমদার সাংবাদিকদের বলেছিলেন, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না। মি. মজুমদারের এই বক্তব্যের পরে তার তা প্রত্যাখ্যান করে ওই রাতেই বিবৃতি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (২১ ডিসেম্বর) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বিবিসি বাংলাকে বলেন, গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার হতে হবে তার আগে আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্নই অপ্রাসঙ্গিক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো একই অবস্থান বৈষম্যবিরোধী ছাত্রদের আরেকটি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিরও। পরে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তার বক্তব্যের ব্যাখ্যাও দেন। মি. মজুমদার শনিবার বলেন, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলকে বাদ দেয়া কিংবা ভোটে সুযোগ করে দেয়ার কোনো বিষয়, এটা আমাদের প্রস্তাবের বিবেচনার মধ্যেও নাই।

নির্বাচন সংস্কার কমিশন মনে করছে, বর্তমানে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে কিংবা বিচারিক প্রক্রিয়ায় দলটি দোষী সাব্যস্ত না হলে তাদের ভোটে অংশগ্রহণের একটি সুযোগ রয়েছে। গত জুলাই অগাস্টে ছাত্রদের আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে। কোনো দলের অপরাধ এখনো আমরা তদন্ত করছি না। ভবিষ্যতে আমাদের কাছে যদি মনে হয় দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত সেটা তখন বলা যাবে। এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের অংশ নেয়ার কতটা সুযোগ রয়েছে সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা যাচ্ছে। হঠাৎই আলোচনা যে কারণে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজের সাথে বৈঠক করেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার।

পরে সাংবাদিকরা মি. মজুমদারের কাছে জানতে চেয়েছিলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না? আরও পড়ুন: আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: বদিউল আলম মজুমদার জবাবে তিনি বলেছিলেন, আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেয়া হবে না। সে রকম একটা নির্বাচন চাই আমরা। এসময় তিনি এটিও বলেন যে অযোগ্য যদি না হয় তাহলে তারাও (আওয়ামী লীগও) নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।

সেই সুযোগ সবারই থাকা উচিত। এই নিয়ে ওই রাতেই মি. মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিবৃতি দেয়। যেখানে সংগঠনর পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। এছাড়াও গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে জড়িত ছিল। সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং ত্রিশ হাজারের অধিক মানুষের অঙ্গহানির করেছে দলটি।