হাসিনাকে সেনাবাহিনী যে ২টি চয়েস দিয়েছিল

হাসিনাকে সেনাবাহিনী যে ২টি চয়েস দিয়েছিল

সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটো চয়েস দিয়েছিল। দুটোর মধ্যে একটাকে বেছে নিবেন। একটা হচ্ছে প্রচুর দিক থেকে জনগণ আসছে। উত্তাল সমুদ্রের মতো, তাদের দাড়ায় কি পৃষ্ট হবেন, নাকি জান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন।

 আমি পালাই না, আমি ভয় পাই না। সেই মহিলা জীবন বাঁচানোর জন্য নেতা-কর্মীসহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছে। এই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি। মহাসচিব বলেন, গত ১৫ বছর কেউ ভোট দিতে পেরেছেন, পারেন নাই। আমরা সকল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। দেশকে গড়ে তুলতে চাই।

শেখ হাসিনা নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়। পরে গুম করে খুন, করে হাসিনা জোর করে ক্ষমতায় ছিল। এটাই হচ্ছে ফ্যাসিবাদী সরকার। ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র চলছে, তারা দেশকে বিভক্ত করতে চায়। তাদের সকল অপচেষ্টা প্রতিহত করতে দেশের মানুষকে এক হয়ে লড়তে হবে