ই'স্কনের বিরুদ্ধে কথা বলায় ইয়াহইয়া তাকীর মাহফিলে বিএনপি নেতার হামলা

ই'স্কনের বিরুদ্ধে কথা বলায় ইয়াহইয়া তাকীর মাহফিলে বিএনপি নেতার হামলা

মানিকগঞ্জ সদরে এক ওয়াজ মাহফিলে অ্যাডভোকেট সাইফুল হ'ত্যা  ও ইস্কনের বিরুদ্ধে কথা বলায় স্থানীয় বিএনপি নেতা তাইজুদ্দিন মোল্লার হামলার শিকার হয়েছেন আয়োজক মাদরাসার একজন মুহতামিম। 

ওই মাহাফিলে প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন হযরত মাওলানা ইয়াহিয়া তাকি।  আজ সকালে তার একটি ফেইসবুক স্ট্যাটাস এ বিষয়টি তুলে ধরেন।

তার ফেইসবুক স্ট্যাটাসে তিনি বলেন, মানিকগঞ্জ সদরে ওয়াজ মাহফিলে আমি অ্যাডভোকেট সাইফুল হ'ত্যা ও  ইস্কন প্রসঙ্গে কথা বলায় স্থানীয় মেম্বার এবং বর্তমান বিএনপির স্থানীয় নেতা, তাইজুদ্দিন মোল্লা,আমাকে বাধা প্রদান করে, আমি মাহফিলে তার তীব্র প্রতিবাদ করি এবং উপস্থিত হাজারো জনতা আমার সাথে থেকে সেই  তাইজুদ্দিন মোল্লা কে মাহফিল থেকে বের করে দেয়

বিএনপির স্থানীয় নেতা, তাইজুদ্দিন মোল্লা

কিন্তু গতকাল  বিকেলে সেই তাইজুদ্দিনের লোকেরা স্থানীয় মাদরাসার একজন মুহতামিম সাহেব এর উপরে হামলা ও নির্যাতন করে, তার অপরাধ ছিলো তিনি কেন আমার পক্ষে প্রতিবাদ করেছিলেন। অথচ প্রতিবাদ করেছে আরও হাজারো মানুষ , তাদের কিছুই করতে পারেনি,কিন্ত একজন নিরীহ আলেমের ওপর দিয়ে তাইজুদ্দিন তার ঝাল তুলেছে।

ফেইসবুকে তিনি আরো বলেন অতিদ্রুত আমরা এই  তাইজুদ্দিনের বিচার কামনা করছি,অন্যথায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হবে।