এবার ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তনের চেষ্টা,অতঃপর

গাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তনের চেষ্টার অভিযোগ উঠেছে এক স্ত্রীর বিরুদ্ধে। তবে কর্তন করতে ব্যর্থ হয়ে ক্ষোভে স্বামীকে তালাক দিয়েছেন কারিমা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত স্বামীর নাম মো. মাসুদ মিয়া (২০), তিনি মুলাইদ উত্তর পাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে। অভিযুক্ত স্ত্রীর নাম কারিমা (২০) তিনি উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নার্সারী মাঠ এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, তিন বছর আগে মাসুদ ও কারিমার বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। মাসুদের অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে এবং তিনি দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এমন সন্দেহ থেকেই কারিমা ক্ষিপ্ত হয়ে যান। রবিবার রাতে মাসুদ ঘুমিয়ে থাকলে তার পুরুষাঙ্গ কর্তনের চেষ্টা করেন কারিমা। কিন্তু সফল না হওয়ায় ক্ষোভে স্বামীকে তালাক দেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।