এবার বাংলাদেশি রোগী না দেখার ঘোষণা ত্রিপুরার হাসপাতালের

ভারতের জাতীয় পতাকা পদদলিত করা এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশিদের চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা দিয়েছিল কলকাতার জে এন রায় হাসপাতাল। এবার ত্রিপুরার একটি হাসপাতাল একই ঘোষণা দিয়েছে। আগরতলায় অবস্থিত আইএলএস হাসপাতালটি একটি মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। শনিবার উত্তর কলকাতার মানিকতলা অঞ্চলের জে এন রায় হাসপাতালের হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত কলকাতায় গণমাধ্যমকে জানিয়েছেন, তারা একটি বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগী দেখা স্থগিত করেছেন। মূলত ভারতকে অপমান ও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের প্রতিবাদে এটা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি একজন চিকিৎসকও বাংলাদেশি রোগী না দেখার ঘোষণা দিয়েছেন।
ইন্দ্রনীল সাহা নামের ঐ চিকিৎসক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, বুয়েট ইউনিভার্সিটির প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা হয়েছে। চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার। আশা রাখব, সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকেরাও তা–ই করবেন। অপরদিকে বাংলাদেশিদের চিকিৎসাসেবা না দেওয়ার দাবিতে স্থানীয়রা ঐ হাসপাতালের সামনে বিক্ষোভ করলে আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দেন।
আইএলএস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশিদের চিকিৎসা করানো বন্ধ করা নিয়ে স্থানীয়রা যে দাবি তুলেছেন তার সঙ্গে আমরা একমত। আখাউড়া চেকপোস্টে ও আইএলএস হাসপাতালে তাদের জন্য যে হেল্প ডেস্ক ছিল সেটিও এবার বন্ধ করা হলো।