ইরানে শাসন পরিবর্তন নিয়ে অবস্থান স্পষ্ট করলো রাশিয়া

ইরানে শাসন পরিবর্তন নিয়ে অবস্থান স্পষ্ট করলো রাশিয়া

ইরানে শাসন পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ‘যদি কেউ এই ধরনের পদক্ষেপ নেয়, তাহলে বিশ্ব সরাসরি নরকে চলে যাবে।’ স্থানীয় সময় রোববার (২৯ জুন) রুশ সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পেসকভ বলেন, ‘কোনো দেশ কিংবা কোনো গোষ্ঠীর উচিত নয় অন্য কোনো দেশের ক্ষমতা পরিবর্তন নিয়ে আলোচনা করা।

 এটা আন্তর্জাতিক নীতিমালার চরম লঙ্ঘন এবং বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যাবে।’ আরও পড়ুনঃ ইরানের হাসপাতলে বোমা হামলা হলেও কেন শুধু ইসরায়েলেরটাই শিরোনাম ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ইরানে শাসন পরিবর্তনের চেষ্টা করে আসছে।

যদিও এসব প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে, সাম্প্রতিক সময়ে আমেরিকা ও ইসরায়েলের শীর্ষ পর্যায় থেকে বিষয়টি আবারও উত্থাপিত হয়েছে। পেসকভের এই মন্তব্য মূলত ইসরায়েলি কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এসেছে, যেখানে তারা ইরানের বর্তমান সরকার পরিবর্তনের বিষয়ে আলোচনা করেন। এর আগে, রাশিয়া জানিয়েছে, ইরানের শাসন পরিবর্তনের পক্ষ নয় তারা।