আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগের ঘোষণা

কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নুসরাত জাহান সৌরভী নামের এক ছাত্রলীগ নেত্রী। সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সৌরভী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
ফেসবুক পোস্টে তিনি বলেন, নওয়াব ফয়জুন্নেছা হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত যে এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম।
পদত্যাগের বিষয়ে সৌরভী জানান, আপনিও মানুষ, আমিও মানুষ। আপনি জানেন দেশে কী হচ্ছে। এমন পরিস্থিতিতে আমি মানবিক দিক বিবেচনা করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করছি।
আর আগে সোমবার রাত ৮টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ কাউসার ক্যাম্পাসে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা তার ফোন চেক করে এবং মারধর করে। এরপরই তিনি পদত্যাগের ঘোষণা দেন।