মধ্যরাতে শিক্ষার্থীদের গনধোলাই খেয়ে পালাল জাবি ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ধাওয়ায় পালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (১৫ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার মধ্যরাতে উপাচার্যের বাসভবনে আটকে পড়া সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রসহ তারা হামলা চালায়। পরে বিভিন্ন হল থেকে তাদের উদ্ধারে সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসে। এ সময় শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হঠে জাবি ছাত্রলীগের নেতাকর্মীরা।
তৈমুর খান তূর্য নামের একটি ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়া এক লাইভ ভিডিওতে দেখা গেছে, উপাচার্যের বাসভবনে আটকে পড়া শিক্ষার্থীদের ওপর ইট পাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা নিরুপায় হয়ে ফেসবুক লাইভে হলের শিক্ষার্থীদের কাছে বাঁচার আকুঁতি জানান। পরে তাদের সাহায্যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এগিয়ে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়।
অভিযোগ রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও পুলিশ কোনো ভূমিকা নেয়নি। এমনকি পুলিশের সামনে হামলা চালালেও তারা নিরব ভূমিকা পালন করে।