রিহ্যাব ও ফেবোয়াবের মধ্যে ফলপ্রসূ সভা অনুষ্ঠিত

রিহ্যাব ও ফেবোয়াবের মধ্যে ফলপ্রসূ সভা অনুষ্ঠিত

ঢাকা, ৯ জুলাই ২০২৪: বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব) ও ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফেবোয়াব) এর মধ্যে ভবনের অগ্নি নিরাপত্তা উন্নয়নের বিষয় এবং নফল ও নিম্ন মানের পণ্য প্রতিরোধের বিষয় গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রিহ্যাবের প্রেসিডেন্ট জনাব মোঃ ওয়াহিদুজ্জামান এবং ফেবোয়াবের প্রেসিডেন্ট জনাব মোঃ ওয়াহিদ উদ্দীন ও ফেবোয়াবের সাধারণ সম্পাদক জনাব মোঃ শামসুল হক জামিল সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ডিরেক্টরগণ উপস্থিত ছিলেন।

সভায় ফেবোয়াবের আগ্রহ ও সচেতনতার জন্য জনাব মোঃ ওয়াহিদুজ্জামান সাধুবাদ জানান এবং ভবিষ্যতে রিহ্যাবের অন্যতম অংশীদার হিসেবে ফেবোয়াব কে সাথে থাকার আহবান জানান। তিনি বলেন, "ফেবোয়াবের কার্যক্রম এবং তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, ভবিষ্যতে একসাথে কাজ করে আমরা রিয়েল এস্টেট এবং ফায়ার সেফটি খাতে আরও উন্নতি আনতে পারব।"

এসময় ফেবোয়াব প্রেসিডেন্ট জনাব মোঃ ওয়াহিদ উদ্দীন একগুচ্ছ প্রস্তাবনা পেশ করেন, যা উভয় প্রতিষ্ঠানের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার পথ সুগম করবে। তিনি বলেন, "আমাদের প্রস্তাবনা গুলি রিহ্যাবের সাথে মিলে কাজ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা উভয় প্রতিষ্ঠানের জন্যই কল্যাণকর হবে।"

সভাটি ছিল উভয় প্রতিষ্ঠানের মধ্যে সুদৃঢ় সহযোগিতা ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে এমন আরও যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের রিয়েল এস্টেট ও ফায়ার সেফটি খাতের উন্নয়ন নিশ্চিত করা যাবে বলে সকলে আশা প্রকাশ করেন।