আসছে যুবদলের নতুন কমিটিতে যাদের নাম,জেনে নিন

সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কমিটি ভেঙে দেওয়ার পর নতুন কমিটি গঠনের কাজ চলছে জোরে-শোরে। যেকোনো দিন নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও দলের মধ্যে গুঞ্জন রয়েছে।
এদিকে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের মতোন গুরুত্বপূর্ণ পদ পেতে সম্ভাব্য প্রার্থীরা দৌঁড়ঝাপ শুরু করেছেন। শুধু তাই নয়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে আগ্রহী নেতাদের অনুসারীরাও এই দৌঁড়ঝাপে অংশ নিচ্ছেন। সদ্য বিলুপ্ত যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে।
যুবদলের নতুন কমিটির সভাপতি পদে আলোচনার শীর্ষে রয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নূরুল ইসলাম নয়ন, জাকির হোসেন সিদ্দিকী, ১ নম্বর যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিন, সাবেক সদস্য (যুগ্ম সম্পাদক মর্যাদা) সাঈদ ইকবাল টিটু।
এদিকে সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় রয়েছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।