সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২০ জুলাই) রাতে রাজধানীর হাতিরপুল এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

 পুলিশ জানায়, জাহাঙ্গীর কবীরের বিরুদ্ধে মোট তিনটি মামলা আছে। এর মধ্যে একটি গত বছরের ১৮ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে গাইবান্ধা সদর থানায় দায়ের করা হয়।

 ওই মামলায় তিনি জামিনে ছিলেন। অন্য দুটি মামলার একটি গত বছরের ২৬ আগস্ট এবং অন্যটি চলতি বছরের ২২ মে দায়ের করা হয়। দুটি মামলাতেই হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগ আনা হয়েছে। এ দুই মামলায় তিনি পলাতক ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার বলেন, জাহাঙ্গীর কবীরের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি পলাতক ছিলেন। আজ সোমবার তাঁকে আদালতে তোলা হবে।