বঙ্গোপসাগরে দুই ট্রলার ডাকাতি গুলিবিদ্ধ ১, আহত ৮

বঙ্গোপসাগরে দুই ট্রলার ডাকাতি গুলিবিদ্ধ ১, আহত ৮

বরগুনা প্রতিনিধি: বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের এফবি ভাইভাই ও এফবি রফিক নামে দুটি ট্রলারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

গত শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন বাইজবার বয়া এলাকায় এ ঘটনা ঘটে। মুখোশধারী অন্তত ২৫-৩০ জন ডাকাতের হামলায় এই দুই ট্রলারে থাকা ৮ জেলে আহত হন। এদের মধ্যে কামাল হোসেন (৩২) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এছাড়াও ট্রলারগুলোতে থাকা প্রায় ২৫ লাখ টাকার মূল্যের জাল, মাছ ও জেলেদের ব্যবহৃত প্রায় ৩০ টি মোবাইল ফোন নিয়ে যান তারা।

এদিকে গত শনিবার(১৯ জুলাই) সন্ধ্যায় আহত জেলেসহ ট্রলার দুটি বরগুনার নলী বাজার সংলগ্ন চড়কগাছীয়া ঘাটে এসে পৌঁছায়। গুলিবিদ্ধ আহত জেলে কামাল হোসেন ওই এলাকার বাসিন্দা ইউনুস পহল্লানের ছেলে। 

স্থানীয় ও ট্রালার মালিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে ৩৫ জন জেলেসহ ট্রলার দুটি সাগরে যায়।শুক্রবার রাতে বঙ্গোপসাগরের  সোনার চর নামক স্থানের বাইজবার বয়া এলাকায় ডাকাতদল অতর্কিতে ট্রলার দুটিতে হামলা চালায়।  এ সময় অস্ত্রসহ ২৫ থেকে ৩০ জন মুখোশধারী জলদস্যু একে একে দুটি ট্রালার ডাকাতি করে। ডাকাতদলের ছোড়া গুলিতে একজন আহত হন ও ৮ জন জেলেকে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে আহত করা হয়। এ সময় ট্রলারে থাকা জাল, মাছ, জ্বালানি তেলসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে দুটি ট্রলারই চালিয়ে সদর উপজেলার নলী বন্দর এলাকায় আসলে।  সেখান থেকে শনিবার রাতেই গুলিবিদ্ধ একজনকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেন (৩২) নামের এক জেলেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

এ বিষয়ে ভাইভাই ট্রলারের মালিক মাসুম হাওলাদার বলেন, সাতদিন আগে ট্রলার নিয়ে সাগরে মাছ শিকার করতে যায় জেলেরা। মাছ শিকার শেষে প্রতিবার ঘাটের কাছাকাছি আসলে জেলেরা আমাদেরকে ফোনে জানান। তবে আজকে জেলেরা ঘাটে এসে সরাসরি আমার বাড়িতে গিয়ে জানায় ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। তাদের সঙ্গে থাকা মোবাইলসহ ট্রলারের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এফবি রফিক নামের ট্রলারটির মালিক জাহাঙ্গীর মোল্লা বলেন, গত শনিবার আমরা ট্রলার নিয়ে জেলেরা সাগরে মাছ শিকার করতে যায়। গতকাল রাতে তারা মাছ শিকার অবস্থায় ডাকাতের কবলে পড়েন। এ সময় ডাকাতের হামলায় ট্রলারে থাকা ৫-৬ জন জেলে আহত হয়েছেন। এছাড়াও ট্রলারের মেশিন পিটিয়ে ভাঙাসহ ট্রলারে থাকা মাছ জাল এবং স্টাফদের মোবাইল নিয়ে গেছে ডাকাতরা। কোনোভাবে জেলেরা ট্রলার নিয়ে ঘাটে ফিরে এসেছে।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মো. মোস্তফা কামাল বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে। তবে তার দুই পায়ে অসংখ্য পিলেটের চিহ্ন রয়েছে এবং ভিতরে পিলেট ঢুকে আছে। আর কারণেই পিলেটগুলো অপসারণ করতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আমাদের থানা এলাকার মধ্যে যদি এমন ঘটনা ঘটে এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাই, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে কোস্টাগার্ড পাথরঘাটা স্টেশনে ফোন করা হলে জানান, এখনো তাদের কাছে এ সংক্রান্ত কোন অভিযোগ নেই।