বরগুনায় ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাশেম হাওলাদার, বরগুনা: আদর্শবান যুবকরা জাগলে বাংলাদেশ জাগবে- এই স্লোগানে বরগুনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৯জুলাই) বরগুনা প্রেসক্লাব অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিল জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি জনাব আতিকুর রহমান মুজাহীদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমির হযরত পীর সাহেব চরমোনাই (দা.বা.) মনোনীত হাতপাখা মার্কার বরগুনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী, কেওড়াবুনিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি ও হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শ্রমিক আন্দোলনের বরগুনা জেলা নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ বলেন, ইসলামী যুব আন্দোলন কেবল একটি সংগঠন নয়, এটি একটি দ্বীনি আদর্শভিত্তিক যুব প্ল্যাটফর্ম, যার লক্ষ্য সমাজে সত্য, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করা। বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
নেতৃবৃন্দ পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, “যেখানে অন্যায় হবে, সেখানেই ইসলামী যুব আন্দোলনের কর্মীবাহিনী প্রতিবাদ জানাবে। আমরা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রাজপথে থাকব, ইনশাআল্লাহ।”
"অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা, কুরআন তিলাওয়াত এবং বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।"