বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অনুষ্ঠিত হলো জমকালো প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে কাচালং সরকারি ডিগ্রি কলেজ মাঠে বাঘাইছড়ি ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।


উক্ত ম্যাচে অংশ নেয় বাঘাইছড়ি উপজেলা ফুটবল একাদশ ও মাটিরাঙ্গা গোমতি ফুটবল একাডেমি। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি ২-২ গোলে ড্র হয়। খেলার সময় দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং করতালির উৎসবমুখর পরিবেশে গোটা মাঠ মুখর হয়ে ওঠে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন, জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।


আয়োজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন আশিকুর রহমান মানিক, প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন পঞ্চম কর্মকার এবং সহযোগী পরিচালনায় ছিলেন মোঃ হান্নান ও কামরুজ্জামান লিটন।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে খেলোয়াড়, কোচ, অতিথি ও দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়। আয়োজকরা জানান, নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে ক্রীড়ামোদী সমাজ গড়ে তোলা সম্ভব, যা যুবসমাজকে মাদক ও অবক্ষয়ের পথ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।


এ সময় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের মাঠ ও অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার প্রসার ঘটানো গেলে প্রতিভাবান খেলোয়াড়দের উদ্ভব সম্ভব। ভবিষ্যতেও বড় পরিসরে এমন গঠনমূলক আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।