বরগুনায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদ বিতরণ

কাশেম হাওলাদার, বরগুনা: বাংলাদেশের ৪৮টি জেলায় “শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের দ্বিতীয় ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বুধবার(১৬ জুলাই) বরগুনা ই- লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর আয়োজনে প্রতিষ্ঠানটির সভা কক্ষে এ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ২য় ব্যাচের ৫০জন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ প্রদান করা হয়।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠান দেশব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, বরগুনার উপ-পরিচালক জনাব গৌতম চন্দ্র দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জনাব মুনিরুজ্জামান শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বিভাগীয় প্রধান জনাব কিশোর চন্দ্র বালা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার এ উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রশিক্ষণপ্রাপ্তরা শুধু নিজে স্বাবলম্বী হবেন না, বরং পরিবার ও সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় এবং তাদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়। এছাড়া, অংশগ্রহণকারীরা তাদের প্রশিক্ষণ অভিজ্ঞতা শেয়ার করেন এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এই প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে শত শত তরুণ-তরুণী ফ্রিল্যান্সিংয়ে সফলতার সঙ্গে যুক্ত হয়েছেন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছেন।
৫০ জন।