মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার

মাহবুব হাসান টুটুল, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর মাঠপাড়ায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীসহ অপরাধীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী।

এই অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর একটি টহল দল মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের জাকির গাইনের ছেলে আলম হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বসতবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও ২২ বোরের ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।