ছাত্রীর সাথে রাত্রে যৌন সম্পর্কের সময় ধরা খেলেন শিক্ষিকা

ছাত্রীর সাথে রাত্রে যৌন সম্পর্কের সময় ধরা খেলেন শিক্ষিকা

নোবেল একাডেমির সাবেক এক শিক্ষিকা ও কোচ তার সাবেক একজন ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে ধরা খেয়েছেন। শুধু তাই নয়। একই সঙ্গে তার বিরুদ্ধে এক বছরের জেল দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ডের কুয়াহোগা কাউন্টি কোর্ট অব কমন প্লিয়াস তাকে এই শাস্তি দিয়েছে। ওই শিক্ষিকার নাম আমান্ডা পোলজনার (৩৪)।

২রা জুন তিনি যৌন সম্পর্ক স্থাপনের চার দফা অভিযোগ স্বীকার করে নেন। কম বয়সী একজন ছাত্রীর সঙ্গে বেআইনি যৌন সম্পর্কের অভিযোগও স্বীকার করেন। ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে পর্যন্ত ইউক্লিডে নোবেল একাডেমিতে শিক্ষিকা হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। সেখানে তিনি গণিতের শিক্ষক ছিলেন। একই সঙ্গে অ্যাথলেট কোচ এবং পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

অভিযোগে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে তার এক ছাত্রীকে যৌন নির্যাতন করেছেন পোলজনার। যে ছাত্রের সঙ্গে তিনি এই সম্পর্ক স্থাপন করেছেন, তিনি এখন প্রাপ্ত বয়স্ক। ইউক্লিড এলাকার পুলিশকে তিনি বলেছেন, তার বয়স যখন মাত্র ১৪ বছর তখনই ওই শিক্ষিকা তাকে যৌন নির্যাতন করেছেন। তখন নির্যাতিত ছাত্র মাধ্যমিক স্কুলের একজন বাস্কেটবল খেলোয়াড় ছিল।

তিনি বলেছেন, কমপক্ষে দুই বছরে তাকে পোলজনার বহুবার যৌন নির্যাতন করেছেন। তিনি আরও বলেছেন, বাস্কেটবল গেম খেলা শেষ করে স্কুল বাসে করে বাসায় ফেরার পথে বাসের পিছনে নিয়ে তাকে যৌন নির্যাতন করতেন পোলজনার। নোবেল একাডেমির লকার রুমে নিয়ে এবং পোলজনারের বাড়িতেও একই কাজ করতেন। ওই স্কুলের একজন মুখপাত্র বলেছেন, তারা স্কুলের নিরাপত্তার বিষয়ে খুবই সিরিয়াস। দাবি করেছেন, ২০১৯ সালের পর কোনো রকম অসদাচরণের মতো তথ্যপ্রমাণ নেই। অথবা অন্য কোনো শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়নি।