বিএনপির নেতা প্রবাসীর স্ত্রীর সাথে অন্তরঙ্গ অবস্থায় আটকঃঅতপর

দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মুনজেল প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করার সময় আটক করেছে এলাকাবাসী।
গতকাল রাত ২ টায় এলাকাবাসী তাকে আটক করে গাছের সাথে বেধে রাখে।
দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু জানান, এলাকাবাসী রাত দুইটার দিকে তাদের আটক করে গাছের সাথে বেধেঁ রাখে।
মুনজেল ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও তার বাড়ি পার্শ্ববর্তী গালা গ্রামে। তিনি চর দেশগ্রামের সৌদী প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অসমাজিক কাজ করার সময় গ্রামবাসী হাতেনাতে ধরে দুজন কে বেধে রাখে।
আজ দুপুর ১ টায় আটককৃত ঐ বাড়িতে সামাজিক ভাবে মিমাংসার জন্য বসা হয়েছে। এখানে থানার পুলিশও উপস্থিত রয়েছেন। এ বিষয়ে দলীয়ভাবেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।