আগামী নির্বাচনে কত শতাংশ ভোট পাবে এনসিপি,জরিপে যা জানা গেলো

আগামী বছরের শুরুতেই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নির্বাচনী আমেজ আসতে শুরু করেছে দেশের রাজনীতিতে।
এই অবস্থায় সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) তরুণদের ওপর একটি জরিপ করেছে। সেই জরিপে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে এর একটি ধারণা পাওয়া যাচ্ছে।
সোমবার (৭ জুলাই) প্রকাশিত জরিপে দেখা গেছে, বিএনপি ৩৮.৭৬ শতাংশ ভোট পাবে বলে মনে করছেন তরুণরা। এর পরের অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। দলটি ২১.৪৫ শতাংশ ভোট পেতে পারে।এছাড়া এই মুহূর্তে নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ১৫.৮৪ শতাংশ, অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে ৪.৫৯ শতাংশ, জাতীয় পার্টি পাবে ৩.৭৭ শতাংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক ৫৭ শতাংশ ভোট।
জরিপে আরও দেখা গেছে, বিএনপিকে ভোট দেওয়ার বিষয়ে গ্রামীণ অঞ্চলের ৩৭.৭২ শতাংশ এবং শহর অঞ্চলের ৩৯.৭৭ শতাংশ উত্তরদাতা আগ্রহ প্রকাশ করেছেন। জামায়াতের প্রতি সমর্থন জানিয়েছেন গ্রামে ২১.২৫ শতাংশ এবং শহরে ২১.৬৬ শতাংশ। এনসিপির ক্ষেত্রে এ হার গ্রামে ১৫.৩৮ শতাংশ এবং শহরে ১৬.২৮ শতাংশ।