ফের শাকিব খানের সঙ্গে ছবি দিলেন মিষ্টি জান্নাত, রহস্য কী?

ফের শাকিব খানের সঙ্গে ছবি দিলেন মিষ্টি জান্নাত, রহস্য কী?

আবারও শাকিব খানের সঙ্গে ছবি প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা মিস্টি জান্নাত। এর আগেও বেশ কয়েকবার শাকিবের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন এই নায়িকা।

 এবার নতুন করে প্রকাশ করলেন আরেকটি ছবি। যা ঘিরে অনুরাগীদের মাঝে আবারও গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কিছুদিন পর পর শাকিবের সঙ্গে ছবি প্রকাশ করার রহস্য কী? সম্প্রতি সামাজিক মাধ্যমে শাকিব খানের সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করেছেন মিষ্টি জান্নাত।

 নেটিজেনদের একাংশ মনে করছেন, হয়তো আলোচনায় থাকতেই বারবার এই কৌশল বেছে নিচ্ছেন মিষ্টি জান্নাত। কারণ এর আগেও অভিনেতা বাপ্পী এবং ওপার বাংলার এক নায়কের সঙ্গে তোলা পুরোনো ছবি প্রকাশ করেছেন তিনি। গতবছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে বেশ আলোচনায় উঠে আসেন এ চিত্রনায়িকা।

 সেই আলোচনায় অবশ্য পানি ঢেলেছেন তিনিই। জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হচ্ছে না। এটা গুঞ্জন। এরপর থেকে শাকিব খানের সঙ্গে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি।

 সাম্প্রতিক সময়ে শাকিবের সঙ্গে বিমান থেকে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত। তখন তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়; মন্তব্যঘরে দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন অনুরাগীরা; শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। কেউ কেউ প্রেমের ইঙ্গিতও দেন। এমনকি মিষ্টি জান্নাতকে অপু বিশ্বাস ও বুবলীর ‘সতীন’ তকমা পর্যন্ত জুড়ে দেন। পরে শোনা যায়, শাকিবকে ফ্লাইটে পেয়ে নিজ থেকে গিয়ে সেলফি তোলেন তিনি।