৫ মাসে নিখোঁজ ৫০০ বিবাহিত তরুণী, ঘটনা কী

৫ মাসে নিখোঁজ ৫০০ বিবাহিত তরুণী, ঘটনা কী

তরুণী নিখোঁজের খবর প্রতিদিন গণমাধ্যমে প্রকাশ করা হয়। তবে এবার এটি মহামারি আকারে ধারণ করেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায়।

 যেখানে গত ৫ মাসে নিখোঁজ হয়েছেন প্রায় ৫০০ বিবাহিত তরুণী। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের গণমাধ্যম কলকাতা প্রতিদিন। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

 স্থানীয় পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মোট ৫৩৬ জন তরুণী নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৯০ শতাংশই বিবাহিত। সেই হিসেবে প্রায় ৫০০ জন বিবাহিত তরুণী।

 আরও পড়ুনঃ ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়কে গেল আরও দুই ভাইয়ের প্রাণ ছাত্রীকে কুপ্রস্তাব, গণিত শিক্ষকের ফোনে যা পেল পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ নারীদের অনেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে গোপনে ঘর ছেড়েছেন। তদন্তে জানা গেছে, কেউ কেউ বাইক থাকা যুবকের হাত ধরে পালিয়ে গেছেন। এ ছাড়াও স্বামীর বন্ধুর সঙ্গে গড়ে তোলা সম্পর্কে জড়িয়ে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

 পুলিশের ভাষ্য, অধিকাংশ ক্ষেত্রেই এই নারী-পুরুষদের আলাপ হয়েছে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে। এমনকি অনেক নারী ছোট ছোট সন্তান রেখে, পরিবারকে কিছু না জানিয়েই ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে চলে গেছেন।