আরব উপকূলে জাহাজে অতর্কিত গুলি ও রকেট নিক্ষেপ, কে চালালো এই হামলা

আরব উপকূলে জাহাজে অতর্কিত গুলি ও রকেট নিক্ষেপ, কে চালালো এই হামলা

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূলে লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলা করা হয়েছে। রোববার (৬ জুলাই) ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সির (ইউকেএমটিও) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 ব্রিটিশ সংস্থাটি বলেছে, লোহিত সাগরে ওই জাহাজ লক্ষ্য করে অন্তত আটটি ছোট নৌকা থেকে গুলি এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। পাল্টা গুলি চালিয়েছে জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তা বাহিনীও। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার না করলেও সংস্থাটির দাবি, হামলাটি ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি চালাতে পারে।

এখনও জাহাজে গুলি-পাল্টা গুলি চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করে সংস্থাটি। আরও পড়ুনঃ শেখ হাসিনা কি লন্ডন যাচ্ছেন? চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে ওই অঞ্চলে এটিই এ ধরনের প্রথম হামলার ঘটনা। সম্প্রতি ১২ দিনের ইরান-ইসরায়েল সংঘাত ও যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কারণে মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনার মধ্যেই রোববার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হওয়ার খবর এলো।

 ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও ও ব্রিটিশ মেরিটাইম সুরক্ষা সংস্থা অ্যামব্রে বলেছে, ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে রোববার এই হামলার ঘটনা ঘটে। জাহাজটি পরে চারটি মানবহীন সারফেস ভেহিকেলস দ্বারা আক্রমণ করা হয়।

আরও পড়ুনঃ কুম্ভ মেলায় মৃত্যুর ঘটনা নিয়ে যে গোপন তথ্য উঠে এসেছে বিবিসির অনুসন্ধানে অ্যামব্রে জানায়, দুটি ইউএসভি জাহাজের আঘাত করলে জাহাজের কার্গো ক্ষতিগ্রস্ত হয়। আক্রমণের ফলে ধরে যায় এতে। তবে ব্রিটিশ সংস্থা দুটি আক্রান্ত জাহাজের নাম প্রকাশ করেনি। সমুদ্র নিরাপত্তা সংস্থা ডায়াপ্লাসের একটি সূত্র জানিয়েছে, ক্রুদের মধ্যে কোনও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা ২০২৩ সালের নভেম্বর থেকে অঞ্চলটিতে জাহাজ চলাচলের ওপর ১০০টিরও বেশি আক্রমণ চালিয়েছে এবং দাবি করেছে যে তারা হামাসের সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করার অংশ হিসেবে ইসরায়েল সমর্থিত দেশগুলোর বাণিজ্যিক জাহাজে চালিয়েছে এসব হামলা।