প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে জুলাইয়ের শেষ কারণ— ‘প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি’

প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে জুলাইয়ের শেষ কারণ— ‘প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি’

জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে ১ জুলাই। আজ রবিবার (৬ জুলাই) তার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে জুলাইয়ের শেষ পোস্টার। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এ পোস্টারের ক্যাপশনে বলা হয়েছে, ‘প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি’ — এই ছিল হাসিনার সংবাদ সম্মেলনের ধরন। এই দমনপীড়নের মধ‍্যেও যারা ন‍্যূনতম সাংবাদিকতার চেষ্টা করতেন তাদের ওপর নেমে আসত নির্যাতনের খড়গ।

 যেসব কারণে জুলাই অনিবার্য হয়ে উঠেছিলো তার মধ‍্যে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়াও ছিলো অন্যতম। আরও পড়ুনঃ নবম পে-কমিশন গঠনে যে আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৯ থেকে ১০ নম্বর পোস্টার এঁকেছেন গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতাকে থিম করে।

 আরও বলা হয়েছে, জুলাইয়ের অন্যতম যোদ্ধা এই শিল্পীর এসব পোস্টারে ফুটে উঠবে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে। এর আগে শুক্রবার (৪ জুলাই) বুয়েট ছাত্র আবরারকে নিয়ে করা পোস্টার প্রকাশিত হয়েছে।