৪১ দিন জামাতে নামাজ আদায় করায় ১৭ কিশোরকে বাইসাইকেল উপহার

৪১ দিন জামাতে নামাজ আদায় করায় ১৭ কিশোরকে বাইসাইকেল উপহার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামে টানা ৪১ দিন তাকবিরের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৭ কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। একইসঙ্গে নিয়মিত নামাজে অংশ নেওয়া আরও ৩৫ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে স্কুলব্যাগ।

শনিবার (৫ জুলাই) বিকেলে কসবা পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী শাখা ও স্থানীয় ব্যবসায়ী আবদুস ছাত্তারের যৌথ উদ্যোগে মসজিদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয়। আরও পড়ুনঃ বিশ্বব্যাপী হরতালে সমর্থন জানিয়ে সারজিস আলমের পোস্ট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কসবা-আখাউড়া আসনের মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার।

 এছাড়াও উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন, স্থানীয় জামায়াত নেতা মো. সালাউদ্দিন, আজগর ডিলারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরস্কার প্রদানকারী উদ্যোক্তা আবদুস ছাত্তার বলেন, “কিশোরদের মসজিদমুখী করতেই এই উদ্যোগ নিয়েছি। আশা করি, তারা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে।

এতে তারা যেমন উপকৃত হবে, আমরাও সওয়াবের অংশীদার হতে পারব।” আরও পড়ুনঃ প্রধান উপদেষ্টার হাতে চিঠি, যে লিখিত বার্তা দিলো বিএনপি স্থানীয় মুসল্লিরা জানান, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন এলাকায় ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আয়োজনের দাবি জানান।