থানায় কনস্টেবলকে স্যার ডেকে এসআই পরিচয় দিলেন তরুণী, এরপর যা ঘটল

পুলিশের পোশাক পরে থানায় প্রবেশ করেছিলেন এক নারী। নিজেকে নারী উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিলেও সন্দেহজনক আচরণে শেষমেশ ফাঁস হয়ে যায় তার আসল পরিচয়। গাজীপুরের জয়দেবপুর থানায় ওই ঘটনা ঘটে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে।
আটক নারীর নাম তানিয়া (২৭)। তিনি গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা, তার বাবার নাম আবু তালেব। পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া পাওনা টাকা আদায়ের বিষয়ে অভিযোগ জানাতে থানায় আসেন। তবে অভিযোগ জানানোর আড়ালে তিনি পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে একজন এসআই হিসেবে পরিচয় দিতে থাকেন।
কিন্তু, আচরণে ছিল অসঙ্গতি। বিশেষ করে থানায় ঢুকে কর্তব্যরত এক কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় ডিউটি অফিসারের সন্দেহ হয়। পুলিশের পদের শিষ্টাচার অনুযায়ী এই সম্বোধন অস্বাভাবিক হওয়ায় এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তল্লাশি চালিয়ে দেখা যায়, তানিয়া প্রকৃতপক্ষে পুলিশের কোনো সদস্য নন।
তার পরনে থাকা পোশাকটিও ছিল ভুয়া-পুলিশের আসল ইউনিফর্ম হলেও তার কোনো অনুমোদন ছিল না। আরও পড়ুনঃ পেট্রল পাম্পকর্মীকে এক থাপ্পড় মেরে সাত থাপ্পড় খেলেন পুলিশ কর্মকর্তা পরবর্তীতে তানিয়ার দেয়া তথ্য অনুযায়ী তার বাসায় অভিযান চালানো হয়। সেখানে জিএমপি (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ) ইউনিফর্মসহ আরও কিছু পুলিশি সরঞ্জাম উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, তানিয়া নিয়মিত বোরকার নিচে পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। নিজের ফেসবুক আইডিতে সে সময়কার ছবি ও ভিডিও পোস্ট করতেন। স্থানীয়রা জানিয়েছেন, এমন পোশাকে তাকে একাধিকবার বিভিন্ন স্থানে দেখা গেছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, ‘তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তার কাছ থেকে পুলিশের পোশাক এবং সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার আসল উদ্দেশ্য কী ছিল, এই পোশাক সে কোথা থেকে পেল এবং সে কি কোনো অপরাধে জড়িত ছিল-এসব বিষয়ে তদন্ত চলছে। তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।’ আরও পড়ুনঃ দ্বিতীয় প্রতিবেদনেও উঠে এলো হাসিনার গোপন বন্দিশালার ভয়াবহ তথ্য পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার (৪ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।