পিআর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নামে ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা জানা গেল

পিআর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নামে ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা জানা গেল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

’ তবে সিএ প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, ভুয়া ফটোকার্ডে ড. ইউনূসের নাম ব্যবহার করে বহুল প্রচারিত এই দাবিটি মিথ্যা। শনিবার (৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে এক পোস্টে সিএ প্রেস উইং ফ্যাক্টস’র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কোনো বক্তব্য দেননি।

 তার নাম ও ছবি ব্যবহার করে একটি মিথ্যা ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আরও পড়ুনঃ ইজিবাইক থেকে নামিয়ে ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ পোস্টে বলা হয়, ঐকমত্য কমিশনের চলমান সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল (পিআর) পদ্ধতি নিয়ে আলোচনা করেছে ঠিকই, তবে এটি এখনো একটি পর্যালোচনাধীন বিষয়।

 সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। প্রেস উইংয়ের ভাষ্য অনুযায়ী, ২৬ জুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সিইসি তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও নির্বাচনের তারিখ বা ভোটদান পদ্ধতি নিয়ে কোনো আলোচনা হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হলো- তিনি পিআর সিস্টেম গ্রহণের কোনো উল্লেখ করেননি।