সংসদে হাসিনাকে প্রশ্ন করায় পুলিশ দিয়ে দাঁত ভেঙেছে : মেহেদী রুমী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, ‘সংসদে শেখ হাসিনাকে প্রশ্ন করায় আমার ওপর পুলিশ লেলিয়ে দাঁত ভেঙে দিয়েছে।
গত ১৭ বছরে বিভিন্ন মিথ্যা মামলায় আমাকে ৫ বছর ৭ মাস জেল খাটতে হয়েছে।’ গতকাল শুক্রবার (৪ জুলাই) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া বাজারে কয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুনঃ আসিফ মাহমুদের অস্ত্রের ম্যাগাজিন বহন করা নিয়ে যা বললেন: স্বরাষ্ট্র উপদেষ্টা কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ আনিসউজ্জামান আনিস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার সামছুজ্জোহা জাহিদ, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম লিপন, কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম মিলনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।