সরকারি অফিসে ৫০ ভাগ লোক কাজ করে না: আসিফ নজরুল, বেরিয়ে এলো চাঞ্চল্যকার তথ্য

সরকারি অফিসে ৫০ ভাগ লোক কাজ করে না: আসিফ নজরুল, বেরিয়ে এলো চাঞ্চল্যকার তথ্য

সরকারি বিভিন্ন অফিসে খামাখা লোকজনকে ‘সই দেওয়ার চাকরি’ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকারি অফিসে যত লোক আছে, তার ৫০ শতাংশ লোক সত্যি সত্যি কাজ করে না, বসে থাকে।

বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনার এসব কথা বলেন আইন উপদেষ্টা। আরও পড়ুনঃ বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর নতুন দল প্রবেশ করেছে এ সময় তিনি বলেন, প্রসিডিউর সিগ্নিফাই করার ক্ষেত্রে আমি সবসময় মনে করি, আমি বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেখেছি, শুধু শুধু ১০-১২টা লোকের সই লাগে।

১০-১২টা একটু উত্তেজনাবসত বললাম, ৩-৪টা লোকের সই লাগে। সরকারি কাজে ১০-১২টা লোকের সিগনেচার লাগে। কোনো দরকারই নাই। খামাখা লোকজনের চাকরি দেওয়ার জন্য ‘সই দেওয়ার চাকরি’ দেওয়া হয়েছে। আরও পড়ুনঃ হাসিনা হয়ে উঠতে চেয়েছিলেন নুসরাত ফারিয়া, চাঞ্চল্যকর তথ্য পিনাকী ভট্টাচার্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে, বিশ্বাস করেন, আমি অনেস্টলি বলি আজকে, আমার ইউনিভার্সিটিতে ৩৫ জন ফুলটাইম শিক্ষক ছিল, আমি আপনাদের নিশ্চিত করে বলি, ২০ জন দিয়ে কাজ করা সম্ভব ছিল।

১৫ জনকে এমনিই চাকরি দেওয়া হয়েছে। আওয়ামী-বিএনপি টিচার কত বেশি নিয়োগ দেওয়া যায় সে চিন্তা থেকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ড. আসিফ নজরুল বলেন, সরকারি চাকরিতে প্রত্যেকটা অফিসে যখন আমি যাই, বলি সমস্যা কী? বলে যে আমাদের গাড়ি নাই, কম্পিউটার নাই, স্পেস নাই, লোক নাই, আরও চাকরি দরকার। আসলে পুরা মিথ্যা। যত লোক আছে, তার ৫০ শতাংশ লোক, সত্যি সত্যি আন্ডার ওয়ার্ক থাকে, বসে থাকে, কাজ করে না।