ইরানের নতুন যুদ্ধ কমান্ডারের নাম জেনে গেছে মোসাদ

ইরানের নতুন যুদ্ধ কমান্ডারের নাম জেনে গেছে মোসাদ

ইরানের নতুন যুদ্ধ কমান্ডারের নাম জানার দাবি করেছে মোসাদ। এ নিয়ে তারা ইরানি জনগণকে উপহাস করে এক্স-এ পোস্টও দিয়েছে। খবর দ্য জেরুজালেম পোস্টের। মঙ্গলবার (১ জুলাই) তেহরানের বিরুদ্ধে অনলাইন প্রচারণা জোরদার করে ইসরায়েলের মোসাদ।

তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদনের ভিত্তিতে মোসাদ প্রপাগান্ডামূলক পোস্টটি করে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের নবনিযুক্ত কমান্ডারের নাম প্রকাশ করবে না ইরান।

তার সুরক্ষার জন্য এবং মিশন যথাযথ পরিচালনা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুনঃ সেই বিমানটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হয়েছিল মোসাদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে ঘোষণা করা হয়েছে, ‘আমরা ঠিক জানি তিনি কে এবং তাকে ভালোভাবে জানি। দুর্ভাগ্যবশত, এই ধরনের মৌলিক তথ্য ইরানি জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছে।

তার নাম সম্পর্কে আপনার অনুমান আমাদের জানান।’ খাতাম আল-আম্বিয়া নিয়ে পোস্ট মোসাদের দিনের দ্বিতীয় বড় টুইট ছিল। তাসনিম নিউজের প্রতিবেদনে প্রকাশের কয়েক মিনিট পরেই তা প্রকাশিত হয়। গত মাসে ইসরায়েলি হামলায় নতুন যুদ্ধ কমান্ডারের দুই পূর্বসূরি নিহতের পর ইরান সরকার কঠোর সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী সুরক্ষার জন্য নতুন কমান্ডারের পরিচয় গোপন রাখছে।

 আরও পড়ুনঃ নতুন করে ইসরায়েলে হামলা, দেশজুড়ে সতর্কতা জারি এর আগে একই মোসাদের অ্যাকাউন্ট দাবি করে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আত্মসমর্পণ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের সাথে আলোচনার অনুমোদন দিয়েছেন তিনি। এই পদক্ষেপকে ইসলামিক প্রজাতন্ত্রের সমাপ্তির সূচনা বলে অভিহিত করেছে মোসাদ বলেছে, পতনের ক্ষণ ‘গণনা শুরু হয়ে গেছে’।