ড. ইউনূসের পদত্যাগের ভয়াবহ দুই কারণ জানা গেলো

ড. ইউনূসের পদত্যাগের ভয়াবহ দুই কারণ জানা গেলো

অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের ১০ মাসের মাথা এসে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন উঠেছে। এই ইস্যু বর্তমানের টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে।

তার পদত্যাগ করতে চাওয়ার দুই কারণ জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেছেন, ড. ইউনূস হতাশা ব্যক্ত করেছেন।

 কারণ তিনি যে প্রতিশ্রুতি নিয়ে দায়িত্বে এসেছেন সে সময় আমরা আন্দোলনের নেতৃত্বে ছিলাম। আমরাই তাকে আহ্বান জানিয়েছিলাম একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে। শুধু ড. ইউনূস বা বর্তমান সরকার নয়, সেসময় অমরা যারা আন্দোলন করেছিলাম এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রতি প্রতিশ্রুত ব্যক্ত করছিলাম।

পাশাপাশি সংস্কারের মধ্যে দিয়ে এ নতুন বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করছি। ড. ইউনূসের পদত্যাগ করতে চাওয়ার দুই কারণ জানিয়ে এ সময় তিনি বলেন, সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো কোনো পক্ষ সরে আসছে বলে ড. ইউনূসের মনে হচ্ছে এবং উনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে। এরপর ওভাবে উনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার কিংবা পরিবর্তন আনা সম্ভব নয়। সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন।