নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জেলা কার্যালয় দখল

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জেলা কার্যালয় দখল

ঠাকুরগাঁওয়ে দীর্ঘ দশ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জেলা কার্যালয় দখল করেছে 'জুলাই যোদ্ধা' নামের একটি সংগঠন।

বুধবার (১৪ মে) দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় অবস্থিত জেলা আওয়ামী লীগের তিনতালা বিশিষ্ট কার্যালয় ভবনের দরজা খুলে ভেতরের আবর্জনা পরিষ্কার করে নিজেদের ব্যানার টানিয়ে দখলে নেয় উক্ত সংগঠনটি।

এ বিষয়ে 'জুলাই যোদ্ধা' সংগঠনের আহ্বায়ক রায়হান অপু জানান, আওয়ামী লীগ এখন যেহেতু কার্যক্রম নিষিদ্ধ একটি দল, তাই এ কার্যালয়ের আর দরকার নেই। এ ভবনে শিক্ষার্থীদের জন্যে জিমনেসিয়াম এবং সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হবে। যা যুব সমাজকে মাদক মুক্ত রাখতে সহায়তা করবে।

 এ সময় তার সঙ্গে সহকর্মী রুবেল ইসলাম, হাফিজুর, সোহেল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।