ছাত্রদলের সভায় যোগ দিলেন সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পিরোজপুরের নেছারাবাদে শেখ হাসিনার ছবিতে হা হা রিয়েক্ট দেওয়া ছাত্রদলকর্মী পেটানো সেই ছাত্রলীগ নেতা মো. রিয়াদুল ইসলাম এখন ছাত্রদলের প্রেগ্রামে। রোববার (১১ মে) বিকেলে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে এক প্রস্তুতি সভায় রিয়াদুল ইসলাম নামে ওই ছাত্রলীগ নেতা যোগদান করেন।
নেছারাবাদ উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে উপজেলায় ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলের পদপদবি ভাগাতে তিনি তদবির চালাচ্ছেন নানা মহলে। ছাত্রদল কর্মী পেটানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা উপজেলার ৮নং সমুদয়কাঠি ইউনিয়নের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক।
নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন কমিটির দলীয় প্যাড থেকে তার পদবি নিশ্চিত হওয়া গেছে। সমুদয়কাঠি ইউনিয়নের ছাত্রদল নেতা মো. সিয়াম শেখ অভিযোগ করে বলেন, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মো. সাইদুল হাওলাদারের ছেলে রিয়াদুল ইসলাম একজন সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। সে ইউনিয়নের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক। ৫ আগস্টের পর স্বৈরাচারী শেখ হাসিনার ছবি ফেসবুকে পোস্ট করেছিল রিয়াদুল ইসলাম। সেই ছবিতে আমি হা হা রিয়েক্ট দিয়েছিলাম। তাতে রিয়াদুল ও তার বাহিনী ক্ষিপ্ত হয়ে সমুদয়কাঠি বাজারে বসে আমাদের ওপর লোহার রড দিয়ে হামলা চালায়।
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হয়ে ছাত্রদললের কর্মী পিটিয়ে কিভাবে ছাত্রদলের সভায় আসলেন জানতে চাইলে ছাত্রলীগ নেতা রিয়াদুল বলেন, একদল করে আরেক দলের প্রোগ্রামে গেলে দোষের কি? সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম বলেন, রিয়াদুল ইসলাম ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। সে ইউনিয়ন ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক। তাকে উপজেলায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতি সভায় একবার দেখেছি।
সে কিভাবে ওই সভায় যোগদান করল। বিষয়টি খতিয়ে দেখা দরকার বলে মনে করি। সে আসলে ওই জায়গায় কোনো হামলা করতে বা অন্যকিছু করতে গিয়েছিল কিনা জানা দরকার।