এবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা হাসনাতের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লক করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের মঞ্চ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ইন্টেরিমের (অন্তর্বর্তী সরকারের) কানে আমাদের দাবি পৌঁছায়নি। তাই আমরা সমাবেশস্থল থেকে শাহবাগ অবরোধে যাচ্ছি। দাবি না আদায় পর্যন্ত সেখানে অবস্থান করবো। তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি সেদিন থেকে শুরু হবে, যেদিন বাংলাদেশ টাইটেল পাবে ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’। আমরা সেই টাইটেল দেওয়ার জন্য কিছুক্ষণ আগে মানুষের সমাগম করার জন্য এ জায়গা বেছে নিয়েছিলাম।
আমরা এখন এ জায়গা থেকে রাস্তা ব্লকেড করব। ইন্টারিমের কানে আমাদের কথা পৌঁছায় নাই; অন্তর্বর্তীকালীন সরকারের কানে আমাদের আওয়াজ পৌঁছায় নাই; অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহতদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না, আমরা এখান থেকে গিয়ে শাহবাগে অবরোধ করব। আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা জায়গা ছাড়ব না। আমরা এখন মিছিল নিয়ে শাহবাগে অবস্থান করবো।
এবং এখান থেকে আমাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে। হাসনাত বলেন, ইতিহাসের প্রত্যেকটি স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। আওয়ামী লীগ যে শুধু ক্ষমতায় থাকাকালীন রক্ত ঝড়িয়েছে বিষয়টি এমন নয়, ২০০৬ সালে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করেছে। ২০০৯ সালে ভারতের সহায়তায় পিলখানায় আমাদের বিডিআরের সদস্যদের হত্যা করেছে।
১০০টা ফেরাউন, ১০০টা নমরুদকে যদি একসাথে করা হয়, তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। আওয়ামী লীগের চ্যাপ্টারটা ৫ আগস্টে ক্লোজ হয়ে গেছে, এটাকে আর রিওপেন করার চেষ্টা করবেন না। এর আগে দুপুর পৌনে তিনটার দিকে সমাবেশ শুরু হয়।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে দেখা গেছে। গতকাল (৮ মে) রাত থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। রাত পেরিয়ে শুক্রবার সকালে এবং এখনো এনসিপির নেতাকর্মীদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন।
এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার বাদ জুমা মিন্টু রোডের পানির ফোয়ারার সামনে বড় জমায়েতের ঘোষণা দেন। এ বিক্ষোভ সমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।