হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে খালেদা জিয়া

হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডনে তারেক রহমানের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া। সোমবার (৫ মে) স্থানীয় সময় ২টা ১০ মিনিটে তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মাকে বিমানবন্দরে নিয়ে যান।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম ঢাকার উদ্দেশে হিথ্রো বিমানবন্দরে যাচ্ছেন। তার ছেলে তারেক রহমান নিজের গাড়িতে করে ওনার মাকে নিয়ে যাচ্ছেন। এই গাড়িতে সামনের আসনে আছেন বেগম খালেদা জিয়া। পেছনের সিটে আছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

হিথ্রো বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে ইনশাআল্লাহ কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার ক্রাফট যাত্রা শুরু করবে স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে। চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষ করে দেশে ফেরছেন খালেদা জিয়া। গত ৭ জানুয়ারি তিনি লন্ডন যান।