দেড় বছরের মেয়েকে গলা কেটে হত্যা করলো মা, রিদয় বিদারক ঘটনা

দেড় বছরের মেয়েকে গলা কেটে হত্যা করলো মা,  রিদয় বিদারক ঘটনা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় খাদিজা খাতুন (১৮ মাস) নামে দেড় বছর বয়সী কন্যা সন্তানকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে মা। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে শিশুটির নানাবাড়িতে এ ঘটনা ঘটে।

খাদিজা খাতুন কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামের মো. তহিদুর রহমান ও তানিয়া খাতুন ওরফে আসমা (৩০) দম্পতির কন্যা। ঘাতক মা আসমা খাতুন বাটরা মিলপাড়া এলাকার আব্দুল মাজেদের মেয়ে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত মা আসমা খাতুনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। শিশুটির নানা আব্দুল মাজেদ জানান, প্রায় ১০ বছর আগে তার মেয়ে আসমার বিয়ে হয় তহিদুর রহমানের সঙ্গে। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বছরখানেক ধরে আসমার মাঝে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ দেখা যায়। এ কারণে স্বামী তহিদুর সন্তানদের নিয়ে আসমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন।

শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রান্নাঘরের বটি দিয়ে আসমা তার দেড় বছর বয়সী কন্যাকে গলা কেটে হত্যা করে। পরে সে তার ৫ বছর বয়সী ছেলেকেও হত্যা করার চেষ্টা করে, তবে আসমার মা আলেয়া খাতুন পাশের বাড়ি থেকে এসে তা ঠেকাতে সক্ষম হন।