ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের সুস্পষ্ট তারিখ না পাওয়ায় 'হতাশ' বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। দলটির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, প্রতিটি শহর ও জেলায় সমাবেশসহ অন্যান্য কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছেন তারা। বিএনপি নেতাদের ধারণা, সংস্কারের অজুহাতে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আরও দীর্ঘায়িত করার জন্য নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা চলছে।
তবে আন্দোলনে নামার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও করেছে দলটির শীর্ষ নেতারা। তারা আশা করছেন, ওই বৈঠক থেকে তারা নির্বাচনের সময়সূচি জানতে পারবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা তার (প্রধান উপদেষ্টা) সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করে আমাদের শরিক দল ও সমমনা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করব। তারপর আমরা জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেবো।'
গত ২৫ মার্চ স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক টেলিভিশন ভাষণে ড. ইউনূস উল্লেখ করেন, এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।