৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মোবাইলে নিজ স্ত্রীর সঙ্গে সহবাসের ভিডিও ধারণ করে ঘরে বসে ওই ভিডিও দেখছিল তরিকুল ইসলাম মিঠু দম্পত্তি। এ সময় প্রতিবেশী ৬ বছর বয়সী শিশু লুকিয়ে তা দেখে ফেলে। এরপর শিশুটি অস্বাভাবিক আচরণ শুরু করলে ওই দম্পত্তি তড়িঘড়ি করে ভিডিও বন্ধ করে দেন।

পরে কৌশলে ওই শিশুকে নিজেদের রান্নাঘরে নিয়ে বিবস্ত্র করার চেষ্টাকালে শিশুটির নানি দেখে ফেলেন। তখন শিশুটিকে ফেলে পালিয়ে যায় তরিকুল ইসলাম মিঠু (৩৫)। বৃহস্পতিবার (২০ মার্চ) যশোরের ভেকুটিয়া কোলোনি মোড়ের একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক ছিল ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ‍মিঠু (৩৫)। রোববার (২৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে মিঠু তার বাড়িতে ফিরলে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মিঠুকে যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনে।

পরে আগে থেকে থানায় অবস্থান নেওয়া ওই এলাকার লোকজন গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে দৌড়ে নিজেই থানা হাজতে ঢোকার চেষ্টা করে মিঠু। হাজতের গেট তালাবদ্ধ থাকায় সেখানে দ্বিতীয় দফা গণপিটুনির শিকার হয় মিঠু। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মিঠুকে হাজতে ঢোকায়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় শিশুটির নানী মিঠুর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।