স্বাধীনতা নিয়ে ছিনিমিনি দেশের মানুষ সহ্য করবে না: রিজভী

স্বাধীনতা নিয়ে ছিনিমিনি দেশের মানুষ সহ্য করবে না: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীনতাকে নিয়ে কেউ ছিনিমিনি করলে দেশের মানুষ কখনও সহ্য করেনি, সহ্য করবে না। দীর্ঘ স্বাধীকারের সংগ্রামের পর কঠিন মুক্তিযুদ্ধের মাদ্যমে স্বাধীনতা অর্জন হয়েছে।

দীশাহীন জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশা দিয়েছিলেন জিয়াউর রহমান। অনেক ত্যাগের মাধ্যমে এসেছে এ স্বাধীনতা। সোমবার (২৪ মার্চ) এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, স্বাধীনতার পর থেকেই লুটপাট গম চুরিসহ দুঃশাসন শুরু করেছিল শেখ মুজিব। মানুষ না খেয়ে মরলেও ভ্রুক্ষেপ করেনি উল্টো সোনার মুকুটে নিজের সন্তানদের বিয়ে দিয়েছেন।

 বিএনপি বারবার গণতন্ত্র ফিরিয়ে যে ত্যাগ স্বীকার করেছে তা পৃথিবীর ইতিহাসে নজবরবিহীন। শেখ হাসিনা বন্দুক দিয়ে আইন দিয়ে ইতিহাস বদলাতে চাইলেও পারেনি। তিনি বলেন, বাংলাদেশ এমন দেশ স্বৈরাচার আসতে পারে কিন্তু টিকে থাকতে পারে না। ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব হিসেবে তারেক রহমানের ভূমিকা লেখা থাকবে।

বিগত সরকারের লুটপাটের জন্য জনগনের প্রতি যে উদাসীনতা দেখিয়েছে তার পুনরাবৃত্তি যেনো না হয় অন্তঅবর্তী সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। এ সময় তিনি বর্তমান সরকারকে চালের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। রিজভী আরও বলেন, ডিএমপি কমিশনারের ‘যার যার নিরাপত্তা নিশ্চিত করে ঈদে বাড়ি যাওয়ার’ আহ্বান মানুষের মনে আরো শঙ্কার তৈরি করেছে। ডিএমপি কমিশনারকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সড়ক মহাসড়কের সঠিক মেরামত এখনও হয়ে ওঠেনি। কোন সময় কোন কাজ করতে হবে তা না করলে জনগণ মুখ ফিরিয়ে নেবে। তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিবাদের দোসররা প্রধান উপদেষ্টার সফর নিয়ে চক্রান্ত করছে ধুম্রজাল তৈরির চেষ্টা করছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে ইফতারের নামে পুলিশ ক্লাবে বিগত সরকারের অনুগত অর্ধশত পুলিশ কর্মর্কতার বৈঠক বিপদজনক।