সীমান্তে ভয়াবহ বন্দুকযুদ্ধে নিহত ১৬: পাকিস্তান আইএসপিআর

সীমান্তে ভয়াবহ বন্দুকযুদ্ধে নিহত ১৬: পাকিস্তান আইএসপিআর

আফগানিস্তান থেকে উত্তর ওয়াজিরিস্তানের গুলাম খান কল্লাই এলাকা হয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৬ সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার এমনটি জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী (সামরিক) মিডিয়া শাখা আইএসপিআর। আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী উত্তর ওয়াজিরিস্তানের গুলাম খান কল্লাই এলাকায় আফগান সীমান্ত পেরিয়ে আসার চেষ্টা করা একদল সন্ত্রাসীর গতিবিধি শনাক্ত করে। খবর জিও নিউজের। 'আমাদের সেনারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেয় এবং তাদের অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয়।

 ভয়াবহ বন্দুকযুদ্ধের পর, ১৬ সশস্ত্র (সন্ত্রাসী/খারিজ) ব্যক্তিকে নরকে পাঠানো হয়,'বিবৃতিতে জানানো হয়। এখানে 'খারিজ' শব্দটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যদের বোঝাতে ব্যবহার করা হয়েছে। এছাড়া পাকিস্তান সরকার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার সীমান্ত ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা নেয়ার অনুরোধ জানিয়ে আসছে বলে উল্লেখ করা হয়।

 'আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশিতভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য খারিজদের আফগান মাটি ব্যবহার করতে দেবে না,'—বিবৃতিতে আরও বলা হয়েছে। আইএসপিআর জানায়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের সীমান্ত রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ এবং দেশ থেকে সন্ত্রাসবাদের ভয়াবহতাকে সম্পূর্ণ নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ। উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ২,৫০০ কিলোমিটার দীর্ঘ অরক্ষিত সীমান্ত রয়েছে, যেখানে একাধিক পারাপার পয়েন্ট রয়েছে। এসব সীমান্ত পথ আঞ্চলিক বাণিজ্য ও উভয় দেশের জনগণের পারস্পরিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।