স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম সংবিধান, বর্তমান সংবিধান মুক্তিযুদ্ধবিরোধী: এনসিপি

স্বাধীনার ঘোষণাপত্রকে বাংলাদেশের প্রথম সংবিধান দাবি করে বর্তমান সংবিধানকে মুক্তিযুদ্ধবিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৩মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের দলের মতামত জমা দেয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
তিনি বলেন, সাধারণত ধারণা হচ্ছে যে আমাদের দেশের বর্তমান সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত। কিন্তু এটা সঠিক ধারণা নয়। সঠিক ধারণা হচ্ছে যে আমাদের প্রথম সংবিধান ছিল মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র। পরবর্তীতে তারা (আওয়ামী লীগ) একটি অনির্বাচিত গণপরিষদ গঠন করে।
পরবর্তীতে তারা সেই গণপরিষদের মাধ্যমে সংবিধানে এমন কিছু জিনিস নিয়ে আসে যেটা তাদের দলীয় মূলনীতি। সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগের দলীয় ৪টা মূলনীতি ৭২ এর সংবিধানে জায়গা করে নেয়।
একারণে আমরা বলছি ৭২ এর সংবিধানটা আসলে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে। আমাদের মতে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটাই আমাদের দেশের প্রথম সংবিধান, আর ৭২ এর সংবিধানটা হচ্ছে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক ক্যু।