আর্জেন্টিনার দল থেকে ছিটকে গেলেন মেসি

বিশ্বকাপ বাছাইপর্বে ২২ মার্চ উরুগুয়ে ও ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই দুই ম্যাচের দলে ছিলেন বিশ্বকাপ জয়ী আলবিসেলেস্তে তারকা লিওনেল মেসি। কিন্তু ইনজুরিতে ওই দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। লিওনেল মেসি কিছুদিন ধরে ইনজুরিতে ছিলেন। যে কারণে ইন্টার মায়ামি কোচ দুই ম্যাচে খেলাননি তাকে। তবে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে ফিরে দারুণ এক গোল করেন লিও। দলও জেতে ২-১ ব্যবধানে।
ওই ম্যাচেই নতুন করে অস্বস্তি বোধ করেন মেসি। যে কারণে দল থেকে নাম প্রত্যাহার করেছেন আটটি ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা। সংবাদ মাধ্যম জানিয়েছে, আটালান্টার বিপক্ষে ম্যাচের পর মেসির একটি স্ক্যান করানো হয়। সেখানে পায়ের মাংসপেশির সংযোগে ইনজুরি পাওয়া গেছে। যে কারণে তিনি আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না।