বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে অব্যাহতি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আহত নাগরিক কমিটির প্রতিনিধি সুলতান মারুফ তালহা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। এদিকে, রোববার রাতের হামলার ঘটনায় শৃঙ্খলাভঙ্গের দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাকে পদ বাতিলসহ দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্তরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মুখলেছুর রহমান, জেলা শাখার সদস্য সুমন আহমেদ, সদর উপজেলা কমিটির যুগ্ম সদস্য সচিব এসএম মুবাশ্বির মাহমুদ ও যুগ্ম সদস্য সচিব তালহা জুবায়ের নাবিল। মামলায় আসামি করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীসহ ১৪ জনের বিরুদ্ধে।
এছাড়া অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয় ওই মামলায়। অবশ্য রাতেই মামলার অন্যতম আসামি প্রকৌশলী তৌহিদকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশাররফ হোসেন জানান, রোববার (১৬ মার্চ) রাতে হামলার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় এরই মধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাকে অব্যাহতির বিষয়ে সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান জানান, রোববার রাতের ঘটনার পর কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা হয়েছে। সভায় নেতৃবৃন্দদের মতামত ও আলোচনার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়। তিনি আরও বলেন, যাদেরকে অব্যাহিত দেয়া হয়েছে তারা প্রত্যেকেই সংগঠন বিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকান্ডে জড়িত।
অন্যদিকে, রোববার রাতে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলছেন কুষ্টিয়া জেলা জামায়াত। তারা এক বিবৃতিতে ওই ঘটনাটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দেন এবং একই সাথে নিন্দা ও প্রতিবাদও জানান।