খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহিনুল হক শাহীন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

 শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এ ঘটনা ঘটে। নিহত যুবক দৌলতপুর কাত্তিককুল এলাকার আ. রশিদের ছেলে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন মাসুম বলেন, নিহত শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যাসহ একাধিক মামলার আসামি।

তিনি বিভিন্নস্থানে আত্মগোপনে থাকত। তার মাথায় গুলির দুটি চিহ্ন রয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এর আগে রাত ১০টার দিকে নগরীর শের-এ-বাংলা রোডের হাজীবাড়ি এলাকায় রনি নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

 তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।