সকালের মধ্যে তীব্র বজ্রপাতসহ শিলাবৃষ্টির শঙ্কা

সকালের মধ্যে তীব্র বজ্রপাতসহ শিলাবৃষ্টির শঙ্কা

চৈত্রের শুরুতেই হানা দিয়েছে তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁস প্রতিটি প্রাণ যেন এক পশলা স্বস্তির বৃষ্টির অপেক্ষায়। এই অবস্থায় সকালের মধ্যে দেশের এক বিভাগের ২ জেলাসহ সিলেট বিভাগের সব জেলার উপর দিয়ে বজ্রপাতসহ শিলাবৃষ্টি হতে পারে।

শনিবার (১৫ মার্চ) রাতে নিজের ফেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। পোস্টে এই আবহাওয়াবিদ লিখেছেন, শনিবার রাত সাড়ে ১০টার পর থেকে রোববার (১৬ মার্চ) সকাল ৬টার মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা ছাড়াও সিলেট বিভাগের সব জেলার উপর দিয়ে বজ্রপাতসহ শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা হচ্ছে।

 ফেসবুকে দেয়া ওই পোস্টে তিনি আরও লিখেছেন, বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শিলাবৃষ্টি অতিক্রমের আশঙ্কা প্রায় শতভাগ। ইতোমধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার উত্তর দিকের মেঘালয় পর্বতের উপরে বজ্রপাতসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। এই অবস্থায় রাত ১১টার মধ্যেই এই বৃষ্টি বাংলাদেশে প্রবেশ করার আশঙ্কা করা হচ্ছে।