সকালের মধ্যে তীব্র বজ্রপাতসহ শিলাবৃষ্টির শঙ্কা

চৈত্রের শুরুতেই হানা দিয়েছে তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁস প্রতিটি প্রাণ যেন এক পশলা স্বস্তির বৃষ্টির অপেক্ষায়। এই অবস্থায় সকালের মধ্যে দেশের এক বিভাগের ২ জেলাসহ সিলেট বিভাগের সব জেলার উপর দিয়ে বজ্রপাতসহ শিলাবৃষ্টি হতে পারে।
শনিবার (১৫ মার্চ) রাতে নিজের ফেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। পোস্টে এই আবহাওয়াবিদ লিখেছেন, শনিবার রাত সাড়ে ১০টার পর থেকে রোববার (১৬ মার্চ) সকাল ৬টার মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা ছাড়াও সিলেট বিভাগের সব জেলার উপর দিয়ে বজ্রপাতসহ শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা হচ্ছে।
ফেসবুকে দেয়া ওই পোস্টে তিনি আরও লিখেছেন, বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শিলাবৃষ্টি অতিক্রমের আশঙ্কা প্রায় শতভাগ। ইতোমধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার উত্তর দিকের মেঘালয় পর্বতের উপরে বজ্রপাতসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। এই অবস্থায় রাত ১১টার মধ্যেই এই বৃষ্টি বাংলাদেশে প্রবেশ করার আশঙ্কা করা হচ্ছে।