প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে এবার এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ২যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাতে বড়াইগ্রাম উপজেলার মুশিন্দা এলাকার এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার মুশিন্দা এলাকার ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে নেয় প্রতিবেশী যুবক মনির হোসেন সরকার।

এসময় কিশোরীকে বাড়ির পাশে আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে কামরুল ইসলাম নামে অপর এক যুবক। পরে কিশোরীর পরিবার মেয়েটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে আম বাগান থেকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে মুশিন্দা এলাকার মনির হোসেন সরকার, কামরুল ইসলাম ও মাহফুজ নামে ৩ যুবককে আটক করে।

এরপর জিজ্ঞাসাবাদ শেষে যুবক মাহফুজকে ছেড়ে দেয় পুলিশ। বর্তমানে ভিকটিম বড়াইগ্রাম থানায় রয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে দুইজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

 ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, প্রতিবন্ধী এক মেয়েকে একজন ডেকে নিয়ে গিয়ে আরেকজন ধর্ষণ করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দুইজন গ্রেপ্তার রয়েছে।

 এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।