বাকেরগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী

বরিশাল জেলা ধীন, বাকেরগঞ্জ উপজেলার, ৬ নং ফরিদপুর ইউনিয়নে, সন্ত্রাসী কিশোর গ্যাং এলাকায় আধিপত্য বিস্তার করছে। তারা দলবদ্ধ হয়ে স্কুল-কলেজে গিয়ে র্যাগিং, ইভটিজিং, উচ্চস্বরে গান বাজিয়ে এলাকায় উৎপাদ করছে। রাম দা, চাইনিজ কুড়াল নিয়ে এক গ্যাংয়ের সদস্যরা অন্য গ্যাংয়ের সদস্যদের সঙ্গে আধিপত্য নিয়ে মারাপিট করছে। তাদের উৎপাতে সাধারণ মানুষ অতিষ্ঠ।
কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার করছে। তারা মাদক সেবন, ছিনতাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত।
জানা যায় বরিশাল জেলা ধীন, বাকেরগঞ্জ উপজেলার, ৬ নং ফরিদপুর ইউনিয়নে, সন্ত্রাসী কিশোর গ্যাং গ্যাং দ্বারা ১২/০৩/২০২৫ ইং তারিখে, কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের, অধ্যক্ষ মোঃ নুরদা রাজ এর ছেলে, আব্দুর রহমান জিম দিনের আলোতে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, সে ৬ নং ফরিদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা, মোঃ ইমরান দেওয়ান (১৮), পিতাঃ মোঃ খলিল দেওয়ান এবং ৬ নং ফরিদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা, মোঃ বিজয় শিকদার (১৯), পিতাঃ মোঃ দুলাল শিকদার কে, জীবননাশের হুমকি দেয়, আব্দুর রহমান জিম বলেন, ৮০ হাজার টাকা দিয়ে গুলি (অস্ত্র) ক্রয় করেছে, তাকে মেরে ফেলবে বারবার হুমকি দিতে থাকে, এবং জঘন্য ভাষায় উচ্চস্বরে গালিগালাজ করতে থাকে, জিম আহমেদ বলে তার মামা তার সঙ্গে আছে, আরে উল্লেখ করেছে রমজান মাসে সে ভালো থাকতে চায়, তাকে যদি রক্তের খেলায় নামানো হয়, তাহলে সে রক্তে ভাসিয়ে দিবে, এই মন্তব্য করেছে,
পুলিশের একজন অপরাধ বিশেষজ্ঞ ফোনে জানান, সব কিছুর পেছনে রাজনৈতিক বড়ভাই আছে। বড় ভাইরা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের লালন-পালন করছে। নিয়মিত টাকা নিয়ে তাদের দিয়ে এলাকায় প্রভাব বিস্তারসহ নানা কাজে খাটায়। এজন্য তারা বড় ভাইয়ের হয়ে কাজ করে। বড়ভাই গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনলে পরিস্থিতি উন্নতি হবে বলে মতামত দেন।