ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা, বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব

ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা, বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব

গত অক্টোবরে মিয়ানমারের রাখাইন প্রদেশের সামাজিক- অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ১২ পাতার একটি প্রতিবেদন দেয় জাতিসংঘের উন্নয়ন প্রকল্প। যেখান বলা হয় রাখাইনের অর্থনৈতিক পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সীমান্ত বন্ধ থাকায় আয়-রোজগার বন্ধ স্থানীয়দের। ধস নেমেছে খাদ্য উৎপাদনে, ভেঙে পড়েছে জাতীয় জরুরী সেবা। অন্তত ২০ লাখ পড়তে পারে চরম খাদ্য সংকটের মুখে। এমন পরিস্থিতিতে চলতি মার্চ ও আগামী এপ্রিল মাসে রাখাইনবাসীদের বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা জাতিসংঘের। মিয়ানমারে এমন বাস্তবতায় আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ) চারদিনের সফরে বাংলাদেশ আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সফরে রোহিঙ্গাদের সার্বিক খরচ মেটাতে যে অর্থ ঘাটতি রয়েছে তা গুরুত্ব পাবে এমন আশা সাবেক কূটনীতিক হুমায়ুন কবিরের। তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যু স্থায়ী সমাধানের একমাত্র উপায় যদি আমরা ওদেরকে ফেরত পাঠাতে পারি। সেক্ষেত্রে জাতিসংঘ বড় ভূমিকা পালন করতে পারে। আগামী ১৩ মার্চ বিকেলে ঢাকা পৌঁছে পরদিন ১৪ মার্চ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষ করে যাবেন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে। এ সময় সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং শরণার্থীদের আশ্রয় কেন্দ্রে উদারভাবে কাজ করে আসা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

 ইফতার করবেন ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে। সফরের তৃতীয় দিন জাতিসংঘের মহাসচিব ঢাকায় থাকা সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বসবেন। একইদিন তিনি তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ওইদিন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব। সফরের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী লুইস গুয়েন জানান, মূলত রোহিঙ্গাদের অর্থ তহবিলকে গুরুত্ব দেবেন গুতেরেস। তিনি বলেন, রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পাশাপাশি আন্তর্জাতিক মহলের সঙ্গে কথা বলবেন মহাসচিব। প্রয়োজন অনুযায়ী অর্থ ঘাটতি মেটাতে সবাইকে আহ্বান জানাবেন। নতুন বাংলাদেশের যেকোন প্রয়োজনে পাশে থাকার কথাও বলবেন তিনি। সবশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফর করেন আন্তোনিও গুতেরেস। এবার মূলত বাংলাদেশের আমন্ত্রণেই সফরে আসছেন তিনি।